কাতারে নামাজ পড়ার সময় যে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন কাতার সময়ের মধ্যে পরস্পর একসঙ্গে মিলে দাঁড়ানোর জন্য এবং কাতার সমূহের মধ্যে পরস্পর নিকটবর্তী হওয়ার জন্য। তিনি এ ও বলেছেন কাতারে সকলে তাদের ঘাড় সমূহকে সমপর্যায়ের সোজা রাখতে এবং দুজনের মাঝে ফাঁকা স্থান না। বুখারি হাদিস হতে জানা যায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতারে দাঁড়ানো দুই ব্যক্তির মাঝখানে ফাঁকা স্থানে শয়তানকে প্রবেশ করতে দেখেছেন এবং তিনি দেখেছেন কালো  ভেড়ার বাচ্চার মতন দেখতে শয়তান সেই  ফাঁকা স্থানে অবস্থান নিয়েছে। 

আর তাই নামাজে কাতারে যখন আমরা দাঁড়াই তখন  দাঁড়ানোর সময় আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। সেগুলো হলো:

প্রথমতঃ একে অপরে তাদের পায়ের খুড়া একইভাবে সমান্তরাল রাখবে।
দ্বিতীয়তঃ মুসল্লিগণ একে অপরের ঘাড় সমপর্যায়ের রাখবে।
তৃতীয়তঃ মুসল্লিগণ একে অপরের মাঝের যে ফাঁকা স্থান থাকে তারা যতটা সম্ভব পূরণ করে দাঁড়ানোর চেষ্টা করবে। যেন শয়তান তাদের মাঝে অবস্থান নিতে না পারে। 
Previous Post Next Post