সাপের ভয়ে কুপোকাত

সাপ দেখলেই আমরা মেরে ফেলি সাপ কামড়ালে বিষ লাগবে সেই ভয় এ। কিন্তু কিছু মজার বিষয় আমরা খেয়াল করি না। সাপ আসলে মানুষকে তখনই কামড়ায় যখন মানুষ সাপের নিকটে চলে যায়। আর সাপ মানুষের বসত বাড়িতে তখনই ঢুকে পরে যখন তার নিরাপদ আবাস নষ্ট হয় এবং নতুন আবাসের প্রয়োজন হয় এছাড়াও শিকার খোঁজার সময় শিকারের পিছু নিয়ে সাপ ঘরে ঢুকে পড়ে। সাপের প্রিয় খাবার হলো ইদুর আর পাখির বাচ্চা। সব সাপ পাখির বাচ্চা সহজে শিকার করতে না পারলেও ইদুরের গর্তে ঢুকে সহজেই ইদুর শিকার করতে পারে। যে ইদুর বছরে লক্ষ লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য নষ্ট করতে পারে সেই ইদুর ধ্বংস করার জন্য সাপের সৃষ্টি। ক্ষেত খামারে বিড়াল গিয়ে সবসময় ইদুর শিকার করতে না পারলেও সাপ এ ব্যাপারে খুব পারদর্শী। 
বসত বাড়ীতে ও এর আশপাশে এসিড ব্যবহার করুন, আর ঘরে যদি সাপ ঢুকেই পরে সে জন্য বিশেষ পদ্ধতিতে জাল বানানো যায় সাপ ধরার জন্য। ইন্টারনেট ঘটলেই পাবেন। সেই জাল বানিয়ে রাখুন। বিশেষ করে পুরনো বাড়িগুলোতে সাপের আনাগোনা বন্ধের ব্যবস্থা সর্বদা রাখা উচিত। পুরনো বাড়ি সাপের ফেবারেট জায়গা। দুষ্ট দখলদারদের মতন এসে দখল করে নিতে চায়। কখনও কখনও পুরো গ্যাং নিয়ে চলে আসে দখল করতে। ইউটিউব ঘাটলে এমন অনেক ভিডিও পাবেন । 
যাই হোক, সাপ দেখতে কদাকার হলেও সাপ প্রকৃতির বন্ধু। তাই সাময়িক ভ য় পেয়ে সাপ না মেরে ব্যবস্থা নিন। ধন্যবাদ কষ্ট করে কথাগুলো পড়ার জন্য।
Previous Post Next Post